অলিম্পিকে এটি টিটমাসের তৃতীয় সোনা। গত আসরে ৪০০ মিটারের পাশাপাশি ২০০ মিটার ফ্রি স্ট্রাইলও জিতেছিলেন তিনি। সোনা জয়ের পর তিনি জানিয়েছেন, ‘কোনও লড়াই নিয়ে তিনি আগে কখনও এতটা চাপে ছিলেন না।’ লেডেকি প্রত্যাশা পূরণ করতে না পারলেও খুব বেশি হতাশা শোনা গেল না তার কণ্ঠে। তিনি বলেছেন, ‘পরস্পরের প্রতি অনেক সম্মান আছে আমাদের। একে অপরের প্রতি লড়তে আমরা ভালবাসি। এতে নিজেদের সেরাটা বেরিয়ে আসে। আমি আজকে সেরা হতে পারিনি, তবে এটা সবসময়ই স্পেশাল। এই ইভেন্টের শীর্ষ তিন সাঁতারু হিসেবে আমরা উপভোগ করেছি।’ আরও পড়ুন: ড্রোন কেলেঙ্কারিতে নিষিদ্ধ কানাডার ফুটবল কোচ লেডিকে পেছনে ফেলে রুপা জিতেছেন কানাডার ১৭ বছর বয়সী ম্যাকিন্টোশ। টিটমাসের পাশাপাশি এদিন প্যারিসের পুলে আরেকটি বড় সাফল্য পেয়েছে অস্ট্রেলিয়া। মেয়েদের ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছে অস্ট্রেলিয়ানরা। এই ইভেন্টে তাদের প্রদ্বিধন্দ্বী
যুক্তরাষ্ট্র জিতেছে রুপা, ইতালি জিতেছে ব্রোঞ্জ। অস্ট্রেলিয়া অলিম্পিক টিটমাস সাম্প্রতিক সময়