রবিবার, ৩ আগস্ট ২০২৫, সকাল ৫:২৫ সময়
  1. হোম
  2. বিনোদন
  3. তৃপ্তির বিপরীতে বলিউডে ফাহাদ ফাসিল (ভিডিও)

বিনোদন

তৃপ্তির বিপরীতে বলিউডে ফাহাদ ফাসিল (ভিডিও)

Shares0
প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, বিকাল ৭:৩৩ সময়

ছবি : অভিনেতা ফাহাদ ফাসিল ও অভিনেত্রী তৃপ্তি দিমরি। ছবি: সংগৃহীত

অমর সিং চামকিলা সিনেমার বিপুল সফলতার পর ইমতিয়াজ আলি তার পরবর্তী সিনেমার কাজ শুরু করতে চলেছেন। এ সিনেমার জন্য তিনি প্রধান চরিত্র হিসেবে চূড়ান্ত করেছেন ফাহাদ ফাসিল এবং তৃপ্তি দিমরিকে। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে মালায়ালাম এই অভিনেতার।

সিনেমাটির বিস্তারিত এখনো প্রকাশিত হয়নি, তবে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, এটি একটি অদ্ভুত প্রেম কাহিনি নিয়ে নির্মিত হবে সিনেমাটি। 

ইমতিয়াজ আলি ২০২৫ সালের শুরুতে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন এবং এটি প্রযোজনা করবেন তার নিজস্ব ব্যানার উইন্ডো সিট ফিল্মস থেকে। সিনেমাটির জন্য ফাহাদ ফাসিলের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করেন এই পরিচালক।


ইমতিয়াজ আলি জানান, তৃপ্তি দিমরি ফাহাদের বিপরীতে কাজ করতে বেশ উচ্ছ্বসিত। তৃপ্তি বর্তমানে বিশাল ভরদ্বাজের গ্যাংস্টার থ্রিলার সিনেমায় শহীদ কাপুরের সঙ্গে কাজ করছেন এবং সেই কাজ শেষ হলে তিনি ইমতিয়াজের ছবিতে যোগ দেবেন। এরপর টানা চলবে এর শুটিং। ২০২৫ সালের শেষ দিকে এটি মুক্তি পেতে পারে। তবে সিনেমার এখনো ঠিক করা হয়নি।

ভারতের মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। তার অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি রয়েছেন দর্শক জনপ্রিয়তার শীর্ষে। ২০০২ সালে তার পিতা ফাজিলের পরিচালনায় কাইয়েথুম দুরাথ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। এরপর একের পর এক হিট ছবির মাধ্যমে তিনি মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত একটি অবস্থান তৈরি করে নেন।

এদিকে ২০২৪ এপ্রিল মুক্তি পায় ফাহাদ অভিনীত ‘আভেশ্যাম’ সিনেমাটি। এই ছবিটি পরিচালনা করেন জিথু মাধবন। ৩০ কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিস থেকে আয় করে প্রায় ১৫৪ কোটি রুপি, যা তার ক্যারিয়ারে সাফল্য বয়ে আনে।

বর্তমানে ফাহাদ ফাসিল ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাতে আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা সঙ্গে কাজ করেছেন, যা ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে।




Recent news
images
জাতীয়আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
images
জাতীয়আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে
বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৪১ সময়
Related news
images
বিনোদন
মারা গছেন অভিনেতা শাহবাজ সানী
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:৫১ সময়
images
বিনোদন
images
বিনোদন
images
বিনোদন
বাবাকে নিয়ে তাহসানপত্নীর আবেগঘন পোস্ট ভাইরাল
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:২১ সময়