সম্প্রতি ব্রিটিশ দুর্নীতিবিরোধী পদ থেকে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে অপসারণ করা হয়েছে শীর্ষক কতিপয় গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে দাবি করে প্রচার করা হয়েছে।
বিষয়টি দেখেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। সংস্থাটি শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে বলছে এই তথ্য সঠিক নয়। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, টিউলিপ সিদ্দিককে ব্রিটিশ দুর্নীতিবিরোধী পদ থেকে অপসারণ করা হয়নি বরং কনজারভেটিভ পার্টির স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স কর্তৃক টিউলিপকে দুর্নীতিবিরোধী কার্যালয়ের দায়িত্ব থেকে অপসরণের জোর দাবি জানানোর খবরকে ওই দাবিতে প্রচার করা হয়েছে।