রবিবার, ৩ আগস্ট ২০২৫, সকাল ৫:২৮ সময়
  1. হোম
  2. আন্তর্জাতিক
  3. লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, গাড়ি ফেলে হেঁটে পালাচ্ছেন বাসিন্দারা

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, গাড়ি ফেলে হেঁটে পালাচ্ছেন বাসিন্দারা

Shares1
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, দুপুর ১:০৩ সময় আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে সৃষ্ট দাবনল নিয়ন্ত্রণে আসেনি, বরং আরও অবনতি হয়েছে। এরই মধ্যে বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বাড়ি-গাড়ি ফেলেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা এই পরিস্থিতিকে হলিউডের সিনেমার দৃশ্যের সাথে তুলনা করছেন। বনের অন্যান্য আগুনের ঘটনা মতোই মঙ্গলবার (৭ জানুয়ারির) লস অ্যাঞ্জেলেসে আগুন লাগে। লাগার কয়েক ঘণ্টার মধ্যে তা ঝোড়ো বাতাসের কারণে ভয়াবহ হয়ে ওঠে। সেই আগুন লস অ্যাঞ্জেলেস শহরের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসের দিকে ধেয়ে আসতে থাকে। আগুন নেভাতে ১ হাজার ৪০০ দমকলকর্মী নিয়োগ করা হয়েছে। অত্যাধুনিক সব সরঞ্জাম নিয়ে আগুন নেভানোর কাজ করছেন তারা। এরপরও নিয়ন্ত্রণে আসছে না আগুন। শহরের পশ্চিমে ছোট একটি এলাকায় দাবানল শুরু হলেও মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এতে প্রায় ৩ হাজার একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। কমপক্ষে ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একজন বাসিন্দা বলেছেন যে দমকলকর্মীরা লোকজনকে তাদের গাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে। প্যাসিফিক পলিসেডস এলাকায় জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডলার, মাইকেল কিটনসহ অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে। ক্যালিফোর্নিয়ার মালিবু শহরের সীমান্তবর্তী প্যাসিফিক পলিসেডস এলাকার এক পাশে সান্তা মনিকা পাহাড় এবং অন্যদিকে রয়েছে প্রশান্ত মহাসাগরের সৈকত। উপকূল ধরে যে মহাসড়ক গেছে, সেটিই শহর থেকে বেরোনোর প্রধান পথ। আগুনের শিখা এগিয়ে আসায় এই মহাসড়ক দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগও সীমিত হয়ে এসেছে। মার্শা হোরোভিৎজ নামের এক বাসিন্দা বলেন, অগ্নিনির্বাপককর্মীরা লোকজনকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলছেন। কারণ দমকা হাওয়াসহ আগুনের শিখা কখনো কখনো ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি গতিতে ধেয়ে আসছে। মহাসড়কের একটি এলাকায় গাড়ি রেখেছেন বহু মানুষ। সেদিকেই আগুন আসছে বলে মার্শা হোরোভিৎজ জানান। প্যাসিফিক পলিসেডসের আরেক বাসিন্দা এবিসি নিউজকে বলেন, উদ্ধার তৎপরতার কথা জানতে পেরে তিনি হলিউডে নিজের কাজের জায়গা থেকে দ্রুত বাসায় চলে আসেন। গাড়ি ফেলে তিনি বাসায় ছুটে যান নিজের বিড়ালটিকে রক্ষা করার জন্য। যখন নিরাপদ এলাকার জন্য ছুটছিলেন, সে সময় জ্বলতে থাকা পামগাছের একটি টুকরা তাঁর ওপর এসে পড়ে। নাম প্রকাশ না করে ওই নারী বলেন, ‘এটা ভয়ানক পরিস্থিতি। ভৌতিক সিনেমার মতো অবস্থা। আমি চিৎকার ও কাঁদতে কাঁদতে রাস্তায় নেমে এসেছি।’

Recent news
images
জাতীয়আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
images
জাতীয়আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে
বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৪১ সময়
Related news
images
আন্তর্জাতিক
অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৭ সময়
images
আন্তর্জাতিক
৩০০ দিন মহাকাশে আটকা, পৃথিবীতে ফিরলেন দুই নভোচারী
বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৫৯ সময়
images
আন্তর্জাতিক
শক্তি বাড়ছে চীনের, টার্গেটে কি ভারত?
সোমবার, ১০ মার্চ ২০২৫, দুপুর ১:২৪ সময়
images
আন্তর্জাতিক