ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দনিয়া কলেজের সামনে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনায় প্রকৌশলী মিনহাজুর রহমান (২৫) ছুরিকাঘাতে নিহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
নিহতের বন্ধু শামীম দাবি করেন, মিনহাজ বিএনপির কর্মী ছিলেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে মাহফুজসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
মিনহাজুরের ভগ্নীপতি খালিদ মাহফুজ জানান, নিহত মিনহাজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার তুষারধারা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। বিবাহিত মিনহাজের স্ত্রী অন্তঃসত্ত্বা।
পরিবারের সদস্যরা তার এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার ও সহকর্মীরা।