রবিবার, ৩ আগস্ট ২০২৫, সকাল ৫:২২ সময়
  1. হোম
  2. বাংলাদেশ
  3. নারায়ণগঞ্জে ছাত্রলীগ সন্দেহে ৬ যুবককে মারধর, যুবলীগ নেতা আটক

বাংলাদেশ

নারায়ণগঞ্জে ছাত্রলীগ সন্দেহে ৬ যুবককে মারধর, যুবলীগ নেতা আটক

Shares3
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, দুপুর ১:২৮ সময় অনলাইন সংস্করণ

ছবি : ছাত্রলীগ সন্দেহে ৬ যুবককে যাচাই-বাছাইয়ের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নেওয়ার সময়ের চিত্র।

নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই ও যুবলীগ নেতা আড়াইহাজার উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক বারেক ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ছাত্রলীগের নেতাকর্মী সন্দেহে আটক হওয়া আরও ৫ জনকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে শহরের শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক হওয়া বারেক ভূঁইয়া আড়াইহাজার উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই।


স্থানীয় সূত্রে জানা গেছে, চাষাঢ়া শহীদ মিনারে ছাত্রলীগ নেতাকর্মী সন্দেহে কয়েকজন যুবককে আটক করে স্থানীয় যুবকরা। পরে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে তাদের জেরা করা হয়। এক পর্যায়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন আহমদ বলেন, ছাত্রলীগ সন্দেহে ৬ জনকে আটক করা হয়। তবে যাচাই-বাছাই শেষে আড়াইহাজার উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক বারেক ভূঁইয়াকে আটক করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই। তার বিরুদ্ধে মামলা আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া বাকি ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ব্যবসায়ী, শিক্ষার্থী রয়েছেন।’


তিনি বলেন, ‘৬ জনকে আটক করে জনগণ মারধর করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।’


Recent news
images
জাতীয়আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
images
জাতীয়আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে
বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৪১ সময়
Related news
images
বাংলাদেশ
images
বাংলাদেশ
লায়ন ওপেন স্কাউট গ্রুপের আয়োজনে ইফতার অনুষ্ঠান
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, দুপুর ১:১৮ সময়
images
বাংলাদেশ