রাজধানীর যাত্রাবাড়ীতে প্রকোশলী মিনহাজ হত্যা মামলায় ৫ আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে ডিবি। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে বেলা পৌনে ১২টায় ব্রিফ করা হবে। ব্রিফ করবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
এরআগে বৃহস্পতিবার দুপুরে মিনহাজুর রহমানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
দীর্ঘ চার ঘন্টা সড়ক অবরোধে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। যে কারনে মহাসড়ক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে খুনিদের দ্রুত গ্রেফতারে আশ্বাসের পরে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
নিহত মিনহাজের পরিবার জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সাকরাইনে ঘুড়ি উড়াতে গেলে দনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ১০-১২ জনের একদল সন্ত্রাসী মিনহাজকে ছুরিকাঘাত করে নৃশংস ভাবে হত্যা করে। খবর পেয়ে পথচারীদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিনহাজ বেসরকারি একটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে লেখাপড়া শেষ করে সফটওয়্যার ফার্মে চাকরি করছিলেন।
তিনি ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সাধারণ সম্পাদক।