রবিবার, ৩ আগস্ট ২০২৫, সকাল ৫:২৭ সময়
  1. হোম
  2. বাংলাদেশ
  3. আ. লীগ নেতা-আইনজীবীদের সঙ্গে পিপির গোপন বৈঠক!

বাংলাদেশ

আ. লীগ নেতা-আইনজীবীদের সঙ্গে পিপির গোপন বৈঠক!

Shares10
প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১২:১০ সময় অনলাইন ডেস্ক

ছবি : লাল দাগে চিহ্নিত অ্যাডভোকেট বেলায়েত আলী বিলু ও শহিদল্লাাহ বিশ্বাস হেলাল। দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট জুয়েল। ছবি : সংগৃহীত

পাবনা জজকোর্টের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও গণঅধিকার পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সরোওয়ার খান জুয়েলের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা এবং আওয়ামী আইনজীবীদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। বৈঠকের একাধিক ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ফ্যাসিবাদবিরোধী আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাবনা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই বিতর্কের মধ্যেই গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) অ্যাডভোকেট গোলাম সরোওয়ার খান জুয়েলের বাসায় গোপন বৈঠকে মিলিত হন আওয়ামী লীগ নেতা ও আওয়ামী আই নজীবীরা। এতে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু ও আইনজীবী সমিতির সাবেক নির্বাহী কার্যপরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল্লাহ বিশ্বাস হেলাল। 

বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র জানায়, বৈঠকে সমিতির নির্বাচনের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে পাবনা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট কামাল হোসাইন ও মাজেদুল ইসলামসহ একাধিক আইনজীবী বলেন, এটা আমাদের জন্য হতাশার এবং লজ্জাকর। যেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার পর তিনি পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন। সেই রক্তের সঙ্গে বেঈমানি করে তিনি কীভাবে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করলেন? আইনজীবী হিসেবে আমরা লজ্জিত।


বৈঠকের বিষয়ে পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু বলেন, ‘আমাদের পিপি সাহেব ডেকেছিলেন। মতবিনিময় হয়েছে।

Recent news
images
জাতীয়আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
images
জাতীয়আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে
বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৪১ সময়
Related news
images
বাংলাদেশ
images
বাংলাদেশ
লায়ন ওপেন স্কাউট গ্রুপের আয়োজনে ইফতার অনুষ্ঠান
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, দুপুর ১:১৮ সময়
images
বাংলাদেশ