‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ এই স্লোগানে ১৯ ফেব্রুয়ারি থেকে যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্টে শুরু হয়েছে ৭ম জাতীয় সমাজ উন্নয়ন ক্যাম্প (কমডেকা)। শনিবার (২২ ফেব্রুয়ারি) ৪র্থ দিন সকালে এখানে অংশ নেওয়া রোভার স্কাউটদের দুর্নীতি করবো না মর্মে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ শপথ বাক্য পাঠ করান। এসময় তিনি দুর্নীতির বিরুদ্ধে রোভার স্কাউটদের শক্ত অবস্থান নেওয়ার আহবান জানান। আরো পড়ুন বিশ্বব্যাপী সমাজ ব্যবস্থায় জাকাতের প্রভাব রয়েছে : বাণিজ্য উপদেষ্টা এরপর কমডেকার ভিলেজ ও সাব-ক্যাম্প এবং কমিউনিটি ডেভেল্পমেন্ট ভিলেজের স্টলগুলো পরিদর্শন করেন টিআইবির নির্বাহী পরিচালক। এসময় তিনি কমডেকায় অংশ নেওয়া দেশের সকল অঞ্চল থেকে আসা ছেলে-মেয়েরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা, পারস্পরিক ধ্যান-ধারণা ও স্বপ্ন বিনিময়, বন্ধুত্ব তৈরি, বিভিন্ন প্রতিযোগিতা ও চ্যালেঞ্জে অংশ গ্রহণের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে শক্ত জনমত তৈরিতে প্রচেষ্টা চালাবে বলে আশা প্রকাশ করেন। এ সময় স্কাউটসের এডহক কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, ভিলেজ চিফ লুৎফুননেছা শিরিন, পরিচালক মাহফুজা পারভীন, উপ-পরিচালক হামজার রহমান শামীম, টিআইবির পরিচালক মো. তৌহিদুল ইসলাম ও জাফর সাদিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরো পড়ুন এফডিসির এমডি নিয়োগ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা এদিকে, স্কাউটের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল জন্মদিন উপলক্ষে কমডেকায় ‘স্কাউট ফাউন্ডার ডে’ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ভিলেজগুলোতে পতাকা উত্তোলন ও কেক কেটে দিবসটি পালন করা হয়। ১৯৩৭ সাল থেকে স্কাউটরা এ দিবসটি পালন করে আসছে।