রবিবার, ৩ আগস্ট ২০২৫, সকাল ৫:২৫ সময়
  1. হোম
  2. বিনোদন
  3. গুঞ্জন নিয়ে মুখ খুললেন শ্রদ্ধা

বিনোদন

গুঞ্জন নিয়ে মুখ খুললেন শ্রদ্ধা

Shares0
প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর ২০২৪, দুপুর ১১:৩৩ সময় বিনোদন ডেস্ক

ছবি : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড সেনসেশন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি তার ‘স্ত্রী ২’ সিনেমা মুক্তি পেয়েছে, যা রেকর্ড ব্রেকিং সাফল্য পেয়েছে। তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমাও এটি। এর মধ্যেই শ্রদ্ধাকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ধুমে নাম লেখাচ্ছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এ নায়িকা। খবর: বলিউড হাঙ্গামা রণবীর কাপুর ‘ধুম ৪’-এর জন্য এরই মধ্যে নাম লিখিয়েছেন। জন আব্রাহাম, আমির খান, হৃতিক রোশনের পর তাকে দেখা যাবে চোরের চরিত্রে। তার বিপরীতেই অভিনয়ের বিষয় প্রকাশ করে একাধিক গণমাধ্যম; কিন্তু না, এ সিনেমায় অভিনয় করছেন না শ্রদ্ধা। সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, ‘আমি অফিসিয়ালি কোনো সিনেমায় সাইন করিনি। কিন্তু আমি জানি না এ গুজবগুলো কোথা থেকে এসেছে! আমি তা জানি না। যে কোনো কাজে যুক্ত হওয়া আমার জন্য অবশ্যই আনন্দের। তবে মিথ্যা কোনো বিষয়ে গুজব ছড়ালে আমি ব্যথিত হই। সবশেষ একটি বিষয় পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে ‘ধুম ৪’ সিনেমা নিয়ে আমার সঙ্গে কারও কোনো কথাই হয়নি। তাই পুরো ঘটনাটি মিথ্যা।’ সাক্ষাৎকারে শ্রদ্ধা নিজের বিয়ে নিয়ে পরিকল্পনার কথাও জানান। তার ভাষ্য, ‘আমার যাকে পছন্দ, তার সঙ্গে এরই মধ্যে অনেক সুন্দর মুহূর্ত ভাগ করা হয়েছে। আমরা একে অন্যের খুব ভালো বন্ধু। তাই এবার সাংসারিক জীবন শুরু করতে চাই।’ এরপর তিনি আরও জড়িয়েছেন, যার সঙ্গে তার সম্পর্ক, তাকে নিয়ে পরিবারের সঙ্গে কথাও বলেছেন শ্রদ্ধা। এমনকি পরিবারের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। একসঙ্গে পরিবারের সবার সঙ্গে খাওয়া-দাওয়াও করেছেন তারা, কাজেই এরপর বিয়ের পথেই হাঁটবেন সে কথা নিশ্চিত করেছেন তিনি। আগস্টের ১৫ তারিখ মুক্তি পায় শ্রদ্ধার সিনেমা ‘স্ত্রী ২’। এ সিনেমায় শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। দুজনের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘স্ত্রী ২’। এটি নির্মাণ করেছেন অমর কৌশিক।

Recent news
images
জাতীয়আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
images
জাতীয়আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে
বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৪১ সময়
Related news
images
বিনোদন
মারা গছেন অভিনেতা শাহবাজ সানী
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:৫১ সময়
images
বিনোদন
images
বিনোদন
images
বিনোদন
বাবাকে নিয়ে তাহসানপত্নীর আবেগঘন পোস্ট ভাইরাল
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:২১ সময়