রবিবার, ৩ আগস্ট ২০২৫, সকাল ৫:২৭ সময়
  1. হোম
  2. বিনোদন
  3. শুভ জন্মদিন মাহফুজ আহমেদ

বিনোদন

শুভ জন্মদিন মাহফুজ আহমেদ

Shares1
প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, দুপুর ১২:৩৫ সময় ইউনিয়ন নিউজ

ছবি : ছবিঃ সংগৃহীত

এক সময় ছোট-বড় দুই পর্দায় সমানতালে অভিনয় করেছেন। কুড়িয়েছেন দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা। দেখিয়েছেন তার অভিনয়ের যোগ্যতা। কিন্তু এখন অনেকটাই আছেন অভিনয় থেকে দূরে। তিনি হলেন অভিনেতা মাহফুজ আহমেদ। আজ ২৩ অক্টোবর গুণী এ অভিনেতার জন্মদিন। নব্বইয়ের দশক থেকে কথা সাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের অনুপ্রেরণায় অভিনয় জীবন শুরু করেন। তিনি হ‍ুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, মহাম্মদ হান্নানের ভালোবাসি তোমাকে, চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ, নার্গিস আক্তারের চার সতীনের ঘর ও তৌকির আহমেদের জয়যাত্রা চলচ্চিত্রে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন। সৌরভ ছড়িয়েছেন ছোট পর্দাতেও। মাহফুজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়াশোনাকালীন পত্রিকায় লিখতেন। সেই সুবাদে ইমদাদুল হক মিলনের পরামর্শে জনপ্রিয় ধারাবাহিক ‘কোন কাননের ফুল’-এ অভিনয় করার মধ্য দিয়ে টিভি নাটকে নাম লেখান। এরপর হ‍ুমায়ূন আহমেদের বিখ্যাত ধারাবাহিক ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়া মতি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। একাগ্রতা ও দারুণ অভিনয়ে সবাইকে ছাপিয়ে নিজেকে নিয়ে যান টিভি নাটকের শীর্ষ অভিনেতার আসনে। সিনেমাতেও সফল তিনি। এ ছাড়া পরিচালক হিসেবেও তার পরিচয় রয়েছে। তার প্রথম পরিচালিত নাটক ‘তাহারা’। এরপর ‘আমাদের নুরুল হুদা’ ধারাবাহিক নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন। এরপর অনেক নাটক পরিচালনা করেন তিনি। নাট্য প্রযোজক হিসেবেও রয়েছে তার সুখ্যাতি। ‘জিরো ডিগ্রি’ তারই প্রযোজিত চলচ্চিত্র। মাহফুজ আহমেদ বর্তমানে ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত সবশেষ সিনেমার নাম প্রহেলিকা। এতে তার বিপরীতে অভিনয় করেন বুবলী। সিনেমাটি দেশের পাশাপাশি বিদেশেও ভালো ব্যবসা করে। এটি নির্মাণ করেন চয়নিকা চৌধুরী।

Recent news
images
জাতীয়আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
images
জাতীয়আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে
বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৪১ সময়
Related news
images
বিনোদন
মারা গছেন অভিনেতা শাহবাজ সানী
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:৫১ সময়
images
বিনোদন
images
বিনোদন
images
বিনোদন
বাবাকে নিয়ে তাহসানপত্নীর আবেগঘন পোস্ট ভাইরাল
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:২১ সময়