রবিবার, ৩ আগস্ট ২০২৫, সকাল ৫:২৭ সময়
  1. হোম
  2. বিনোদন
  3. প্রেমে মজেছেন সাদিয়া আয়মান-রেদওয়ান রনি!

বিনোদন

প্রেমে মজেছেন সাদিয়া আয়মান-রেদওয়ান রনি!

Shares0
প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, দুপুর ১:৪০ সময় বিনোদন ডেস্ক

ছবি : রেদওয়ান রনি ও সাদিয়া আয়মান

দেশের জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনির জন্মদিন ছিল গত ২০ অক্টোবর। রেদওয়ান রনির বিশেষ দিনটি উদযাপনের জন্য এক ছাদের নিচে হাজির হয়েছিলেন তার সহকর্মীরা। যেখানে ছিলেন অভিনেত্রী সাদিয়া আয়মানও। নির্মাতার জন্মদিনে সব অতিথির মধ্যে বিশেষভাবেই নজর কেড়েছেন সাদিয়া আয়মান।যাকে পরোক্ষভাবেই ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি। এরপর থেকেই গুঞ্জন উঠেছে, তবে কি প্রেম করছেন রনি-সাদিয়া? গুঞ্জন চলছে, ডুবে ডুবে জল খাচ্ছেন অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনি। নেটিজেনরাও এরকম সন্দেহ পোষণ করছেন। তাদের ধারণা সামাজিক মাধ্যমে সাদিয়া আয়মানকে ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি।নির্মাতার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে এ ফিসফাস। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান। তবে রহস্য জমিয়ে রাখলেন। দিলেন দায়সারা উত্তর।রেদওয়ান রনির সঙ্গে প্রেমের গুঞ্জ নিয়ে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘সামাজিক মাধ্যমে মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না।’ অভিনেত্রী আরও বলেন, ‘যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক মাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে। যে যা বলছেন, বলতে দেন।কি আর করার আছে।’ রনি-সাদিয়ার সম্পর্ক ঠিক কেমন জানতে চাইলে উত্তরে সাদিয়া আয়মান বললেন, ‘নরমাল, কেমন আর হবে।’এরপর আর কথা বাড়াননি। সোজাসুজি সংযোগ বিচ্ছিন্ন করে দেন অভিনেত্রী। গত ২০ অক্টোবররনির জন্মদিন উদযাপনের জন্য এক হয়েছিলেন তার সহকর্মীরা। এরমধ্যে ছিলেন সাদিয়া আয়মান, মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিম প্রমুখ। সে আয়োজনের ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন রনি। ক্যাপশনে লেখেন, ‘এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোন কলে জন্মদিনের ভালোবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’ এরপর লেখেন, ‘আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একই সাথে আমি কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।’ নির্মাতা আরও লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’ এদিকে রেদওয়ান রনির ছবিতে সহকর্মীদের অনেকে মন্তব্য করেছেন। সেখানে সাদিয়ার মন্তব্যটি যেন গুঞ্জন আরও উসকে দিয়েছে। কেননা তিনি লেখেন, ‘আমার জীবনে যা পেয়েছি তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’ তারপর থেকেই বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হয়।

Recent news
images
জাতীয়আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
images
জাতীয়আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে
বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৪১ সময়
Related news
images
বিনোদন
মারা গছেন অভিনেতা শাহবাজ সানী
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:৫১ সময়
images
বিনোদন
images
বিনোদন
images
বিনোদন
বাবাকে নিয়ে তাহসানপত্নীর আবেগঘন পোস্ট ভাইরাল
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:২১ সময়