রবিবার, ৩ আগস্ট ২০২৫, সকাল ৫:৩০ সময়
  1. হোম
  2. বিনোদন
  3. সঙ্গদোষে লোহা ভাষে, তারই প্রতিফলন পরীমনি

বিনোদন

সঙ্গদোষে লোহা ভাষে, তারই প্রতিফলন পরীমনি

Shares3
প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, দুপুর ১২:১০ সময় ইউনিয়ন নিউজ

ছবি : ফাইল ছবি

সারা বছরই ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে আলোচনায় থাকেন ঢালিউড নায়িকা পরী মণি। কখনো বিয়ে, কখনো ডিভোর্স, কখনো আবার সংবাদকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। একবার তো জেলের ঘানিও টেনেছেন এই নায়িকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই জেলজীবনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন পরী।

২০২১ সালের ৪ আগস্ট পরীর বাসায় অভিযান চালায় র‍্যাব। সেদিন এই নায়িকার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরবর্তী সময়ে মাদক মামলায় পরীকে গ্রেপ্তার দেখানো হয়। এতে ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল নায়িকাকে। সেই দিনগুলোর স্মৃতি মনে করে মজার ছলেই পরী মণি জানিয়েছেন, জেলে গিয়ে প্রচুর গালি শিখেছেন তিনি।

একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে পরীর কাছে জানতে চাওয়া হয়, জেলজীবনে কী শিখেছেন তিনি? উত্তরে নায়িকা বলেন, আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিল তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।

পরী আরও বলেন, জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।

জেলে কিছু বন্দির সঙ্গে পরীর ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। নায়িকা বলেন, ‘অনেকের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল। যখন জেল থেকে বেরোলাম, তখন অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। দুজন আবার ভীষণ খুশিও হয়েছে। তাদের মনোভাবটা ছিল, যা গেলে বাঁচি!

বর্তমানে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরী মণি। শিগগিরই হইচইয়ে মুক্তি পাবে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। এখন সিরিজটির প্রচারে ব্যস্ত আছেন পরী মণি।

Recent news
images
জাতীয়আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
images
জাতীয়আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে
বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৪১ সময়
Related news
images
বিনোদন
মারা গছেন অভিনেতা শাহবাজ সানী
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:৫১ সময়
images
বিনোদন
images
বিনোদন
images
বিনোদন
বাবাকে নিয়ে তাহসানপত্নীর আবেগঘন পোস্ট ভাইরাল
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:২১ সময়