মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৭:৫৬ সময়
  1. হোম
  2. বিনোদন
  3. সংসার ভাঙছে প্রিয়াংকার জার, যা বললেন সোফি টার্নার

বিনোদন

সংসার ভাঙছে প্রিয়াংকার জার, যা বললেন সোফি টার্নার

Shares1
প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর ২০২৪, দুপুর ১২:২২ সময় ইউনিয়ন নিউজ

ছবি : সংগৃহীত

হলিউড অভিনেত্রী সোফি টার্নার ও জো জোনাসের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে খুদেবার্তায়। সেই থেকে তাদের প্রেম। এরপর ২০১৯ সালে বিয়ে করেন তারা। তাদের রয়েছে দুটি সন্তান। প্রথম সন্তান উইলার জন্ম ২০২০ সালে এবং ডেলফাইন জন্ম নেয় ২০২২ সালে। অনেক দিন ধরে তাদের মাঝে বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদ এগোচ্ছে। জো জোনাস ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিচ্ছেদের আবেদন করেন। এরপর সোফি জোনাসের বাড়ি ছেড়ে যুক্তরাজ্যের লন্ডনে ফিরে যান। তিনি বলেন, ‘আমি লন্ডনে ফিরে খুব ভালো আছি। ওখানে মনে হচ্ছিল জীবনটা স্থবির হয়ে পড়েছিল। ইংল্যান্ডে না ফেরা পর্যন্ত স্বস্তি পাচ্ছিলাম না।’ এবার স্বামী জো জোনাসের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন হলিউড তারকা সোফি টার্নার। সংসার ভাঙার এ ঘটনাকে তিনি ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। হার্পারস বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ‘গেম অব থ্রোনস’ তারকা বলেছেন, ‘একটি আইনগত প্রক্রিয়ার মধ্যে আছি বলে বেশি কিছু বলতে পারছি না। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক। সম্পর্কটা বেশ ছিল আমাদের।’ এদিকে নতুন সিনেমার কাজ শুরু করেছেন সোফি টার্নার। সম্প্রতি আইটিভির থ্রিলার ‘জোয়ান’-এ অভিনয় করেছেন তিনি। আগামী বছর সাইকোলজিক্যাল থ্রিলার ‘ট্রাস্ট’-এ কাজ করতে চলেছেন এ অভিনেত্রী। সোফি বলেন, এই ছবিটি তার জীবনের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। নিজের অনুভূতি প্রকাশ করতে বেশ সহায়তা করেছে কাজটি। উল্লেখ্য, হলিউড অভিনেত্রী সোফি টার্নার হচ্ছে বলিউড তারকা প্রিয়াংকা চোপড়ার জা। সোফির সদ্য সাবেক স্বামী জো জোনাস হচ্ছেন প্রিয়াংকার স্বামী নিক জোনাসের ভাই। সোফি জানিয়েছেন, এখন তিনি বন্ধু ও পরিবারের সদস্যদের কাছাকাছি থাকতে চান। দীর্ঘ ছয় বছর বিদেশে থাকার পর তিনি এখন অন্যরকম আনন্দময় এক জীবনের কথা ভাবছেন।

Recent news
images
রাজনীতি‘ঢাকা লকডাউনে টাকা দিয়েছেন নিক্সন চৌধুরী’
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, রাত ৯:১৮ সময়
images
অর্থনীতিবাংলাদেশ সফরে পাকিস্তানের নৌপ্রধান
রবিবার, ৯ নভেম্বর ২০২৫, বিকাল ৭:৩৯ সময়
Related news
images
বিনোদন
মারা গছেন অভিনেতা শাহবাজ সানী
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:৫১ সময়
images
বিনোদন
images
বিনোদন
images
বিনোদন
বাবাকে নিয়ে তাহসানপত্নীর আবেগঘন পোস্ট ভাইরাল
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:২১ সময়