সংস্করণ বদলালেও বদলে যায়নি মাহমুদ উল্লাহ রিয়াদের ব্যাটের হাসি। আন্তর্জাতিক ক্রিকেটের দুর্দান্ত ছন্দটাই এবারের বিপিএলে টেনে এনেছেন তিনি। ওয়ানডে সংস্করণে সর্বশেষ চার ইনিংসে টানা চার ফিফটি করা অভিজ্ঞ ব্যাটার আজও করেছেন ফিফটি।
মাহমুদ উল্লাহর সেই ফিফটি এসেছে ঝোড়ো ব্যাটিংয়ে। এক সময় হেরে যাওয়ার শঙ্কায় থাকা ফরচুন বরিশালকে ৪ উইকেটের দুর্দান্ত জয় এনে দিয়েছেন তিনি। দলের জয়ে অবশ্য ফিফটি করেছেন ফাহিম আশরাফও। মাহমুদ উল্লাহর ৫৬ রানের বিপরীতে ৫৪ রানে অপরাজিত থাকেন ফাহিম। দুজনের ঝোড়ো ফিফটিতে ১১ বল বাকি রেখে জয় পায় বরিশাল। মাহমুদ উল্লাহ ২১৫.৩৮ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৪ ছক্কায়। অন্যদিকে ১ চার ও ৭ ছক্কায় ২৫৭.১৪ স্ট্রাইকরেটে ইনিংসটি সাজিয়েছেন ফাহিম। দল ৬১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছিল বরিশাল। সেই কঠিন সময়ে দলের ত্রানকর্তা হন মাহমুদ উল্লাহ। তাকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন দুই পাকিস্তানি ব্যাটার শাহিন শাহ আফ্রিদি (২৭) ও ফাহিম। এর আগে মিরপুরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শুরুটা অবশ্য ভালো ছিল না। বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ‘গোল্ডেন ডাক’ মারেন নাজমুল হোসেন শান্ত। বেশিক্ষণ টিকতে পারেন তামিম ইকবালও।