বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুমুল সমালোচনা চলছে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াছমিন মিতুর সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। মনি আক্তার নামে একটা ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়। পরে মিতু বিষয়টি নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। মিতু বলেন, আসলে ওইদিন তো ২৪ সালের ১৬ ডিসেম্বর ছিল। ১৬ ডিসেম্বরের আনন্দ উদযাপনটা কীভাবে করছি এবং সেই আনন্দ উদযাপনটা অন্যান্য বছর থেকে একটু ভিন্ন কিনা সেই রকম একটা ইন্টারভিউ আমি একটি পত্রিকাকে দিয়েছিলাম এবং পত্রিকাটি সেদিন নিউজ করে এবং একটা শর্ট ভিডিও করেছে; একটা ছোটখাটো নিউজ করেছে- তিন থেকে সাড়ে তিন মিনিটের সেখানেও আমার এই বাইট ছিল। তো সেই জায়গায় আমি বলতে চাইব- আসলে পত্রিকার এই নিউজটিকে মনি আক্তার নামে একটা পেজ থেকে আগের কোনো একটা ভিডিওর অডিওটা অডিও ক্লিপটি নিয়ে আমার ভিডিওর সঙ্গে যুক্ত করে সেখানে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি সারজিস ভাইয়া হচ্ছে যে আমাকে অশ্লীলতাহানি করেছে- এমন কিছু। তো যেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমার সঙ্গে এক সপ্তাহের মতো হবে রিউমার স্ক্যানের বাংলাদেশের একজন প্রতিনিধি যোগাযোগ করে সেটিকে মিথ্যা প্রমাণ করে; বা মিথ্যা যে অডিও রেকর্ড ওরকম করে একটা প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন সংবাদমাধ্যম সেটিকে আবার নিউজ করে।