শনিবার, ২ আগস্ট ২০২৫, বিকাল ৭:৪১ সময়
  1. হোম
  2. জাতীয়
  3. যেকোনো নামেই মিলছে ট্রেড লাইসেন্স ঢাকায় কাঁকড়ার ব্যবসা করবেন ট্রাম্প, ভাতের হোটেল খুলবেন মাস্ক!

জাতীয়

যেকোনো নামেই মিলছে ট্রেড লাইসেন্স ঢাকায় কাঁকড়ার ব্যবসা করবেন ট্রাম্প, ভাতের হোটেল খুলবেন মাস্ক!

Shares1
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৪৭ সময় অনলাইন সংস্করণ

ছবি : ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

যে কোনো নামেই মিলছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ই-ট্রেড লাইসেন্স। এই সুযোগে ভুয়া নাম ও ঠিকানা দিয়ে অনেকেই ই-ট্রেড লাইসেন্স বের করছেন।

দেখা গেছে, বাংলাদেশি কাঁকড়ার ব্যবসা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভুয়া ই-ট্রেড লাইসেন্স বের করা হয়েছে ডিএনসিসির ওয়েবসাইট থেকে। প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে ট্রাম্প অ্যাসোসিয়েশন। ব্যবহার করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ছবি। আর প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হয়েছে ৪০/৪২, রোড নম্বর ৪, ব্লক এফ, সেক্টর ২, আফতাবনগর, বাড্ডা। আর ব্যবসার ধরন দেওয়া হয়েছে কাঁকড়া মাছ বিক্রেতা।

একইভাবে ইলন মাস্কের নামে নেওয়া হয়েছে একটি লাইসেন্স। ইলন মাস্কের ছবি ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে টুইটার। ব্যবসার ধরনে লেখা হয়েছে ডায়াগনস্টিক, রেস্টুরেন্ট (এসি), হাসপাতাল। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করা হয়েছে- মার্কেট স্কয়ার ১৩৫৫, সানফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র। আর অঞ্চল দেওয়া হয়েছে ভাটারা।


এ ছাড়াও মার্ক জাকারবার্গের নামে একটি ভুয়া ই-ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে। এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে মেটা প্ল্যাটফর্ম, ইনকরপোরেটেড। প্রতিষ্ঠানের ধরন দেওয়া হয়েছে কারখানা, খাদ্য উৎপাদনকারী, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট (এসি), হাসপাতাল। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হয়েছে মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া ৯৪০২৫। অঞ্চল দেওয়া হয়েছে ভাটারা।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বারের লাইসেন্স, রেস্টুরেন্টের লাইসেন্স, ফায়ারের লাইসেন্সসহ যেসবের সঙ্গে পাবলিক সিকিউরিটি জড়িত সেসব লাইসেন্স আমরা দিচ্ছি না। কিন্তু ট্রেড ও অন্যান্য লাইসেন্সের ক্ষেত্রে আমরা এই স্বাধীনতা দেব।


নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান বলেন, অনলাইন বা সেবা সহজীকরণ নাম দিয়ে এভাবে করাটা আধুনিক নগর পরিকল্পনা ধারণার সঙ্গে বেমানান। আমরা চাই সেবা সহজ হোক কিন্তু যাচাই-বাছাই ছাড়া এ ধরনের ট্রেড লাইসেন্স দেওয়ার কোনো সুযোগ নেই।

Recent news
images
জাতীয়আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
images
জাতীয়আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে
বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৪১ সময়
Related news
images
জাতীয়
images
জাতীয়
images
জাতীয়
নিজেকে নির্দোষ দাবি করে প্রচার চালাচ্ছেন টিউলিপ
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, রাত ৮:৩৮ সময়
images
জাতীয়
আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়