মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, রাত ২:০৫ সময়
  1. হোম
  2. জাতীয়
  3. আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’

জাতীয়

আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’

Shares4
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময় অনলাইন সংস্করণ

ছবি : জনতার দলের লোগো। ছবি : সংগৃহীত

জনতার দল’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।

দলটির চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল। দলের মুখপাত্র হবেন জাতিসংঘে কাজ করে আসা সাবেক সেনা কর্মকর্তা এবং ভূরাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক লেখক ডেল এইচ খান। নতুন দলটিতে নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। মধ্যমপন্থা হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করেই বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবে নতুন এই রাজনৈতিক দল।


এর আগে, বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করে নতুন এ দলটির মুখপাত্র ডেল এইচ খান জানান, ‘ড. ইউনূসের দেখানো পথে হাঁটবে আমাদের নতুন এ দল। তাকে আমরা আইডল মনে করছি। ছাত্ররা মাত্র ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে বিগত ৫৩ বছরের পুরাতন রাজনীতিকে খারিজ করে দিয়েছে। ছাত্রদের অভিজ্ঞতা কম, তবে আমাদের এ দলে যাদের নিয়ে গঠন করা হবে তাদের অভিজ্ঞতা আছে। তবে ‘অভিজ্ঞদের অভিভাবকত্বে তরুণদের নেতৃত্ব’ এ দলটি গঠন করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা মধ্যমপন্থি দল হিসেবে আত্মপ্রকাশ করছি। আমাদের দলে সামরিক (অব.) বেসামরিক, ব্যাংকার, আইনজীবী ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে দলটি গঠন করা হবে।’ জানা গেছে, কয়েক মাস ধরে এই রাজনৈতিক দলের গঠনপ্রক্রিয়া এগিয়ে নিতে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে বেশ কয়েকটি বৈঠক ও আলোচনাসভা করেছেন প্রস্তাবিত এই দলের চেয়ারম্যান মো. শামীম কামালসহ অন্যরা।

Recent news
images
জাতীয়আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
images
জাতীয়আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে
বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৪১ সময়