গোপন অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর) ব্যক্তিগত গোপন ভল্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ধারণা করা হচ্ছে এই ভল্টে বিপুল পরিমাণ টাকা, স্বর্ণ, বিদেশি মুদ্রা রয়েছে। দুদক সূত্রে এ খবর জানা গেছে।
গতকাল রবিবার (১৯ জানুয়ারি) ধানমণ্ডিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। দুদক পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই টাকা গণনা করা হয়। বাসার মূল্যবান ৩৬টি সম্পদের তালিকা করা হয়। আজ সোমবার (২০ জানুয়ারি) ওই টাকা আদালতে জমা দেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকে থাকা এস কে সুরের নিজস্ব ভল্ট খোলার জন্য আদালতে আবেদন পেশ করা হবে। সূত্র আরো জানায়, এস কে সুরের বাসা থেকে উদ্ধার হওয়া টাকার বিষয়ে আদালত যে সিদ্ধান্ত দেবেন, দুদক সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। আর ভল্ট খোলার আদেশ পাওয়া গেলে আজকেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের বিশেষ টিম কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে ভল্টটি খুলবে।