রবিবার, ৩ আগস্ট ২০২৫, সকাল ৫:২৩ সময়
  1. হোম
  2. অর্থনীতি
  3. এস কে সুরের লকারে অভিযান চালাতে বাংলাদেশ ব্যাংকে দুদক টিম

অর্থনীতি

এস কে সুরের লকারে অভিযান চালাতে বাংলাদেশ ব্যাংকে দুদক টিম

Shares12
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, দুপুর ১:০৩ সময় অনলাইন ডেস্ক

ছবি : নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর) গোপন লকারে অভিযান চালাতে কেন্দ্রীয় ব্যাংকে গেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাত সদস্যের একটি টিম।

রোববার (২৬ জানুয়ারি) সকালে দুর্নীতিবিরোধী সংস্থাটির সাত সদস্যের একটি দল কেন্দ্রীয় ব্যাংকে যায়।

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরের গোপন লকারে কী আছে, তা নিয়ে কৌতূহল দুর্নীতি দমন কমিশনের (দুদক)। সেজন্য আজ কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত লকারটিতে অভিযান চালাতে গেছে দুদকের টিম।

গত ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেফতার করে। এদিনই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর গত ১৯ জানুয়ারি অভিযান চালিয়ে রাজধানীর ধানমন্ডিতে এস কে সুরের বাসা থেকে ১৬ লাখ ২৫ হাজার টাকা জব্দের সময় তার নামে বাংলাদেশ ব্যাংকে ভল্ট থাকার তথ্য পায় দুদক। পরে সংস্থাটি জানতে পারে, সেটি ভল্ট নয়, কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মূল্যবান সামগ্রী রাখার লকার (সেফ ডিপোজিট)। 

এর পর দুদক থেকে বাংলাদেশ ব্যাংককে দেওয়া চিঠিতে লকারের সামগ্রী স্থানান্তর ও হস্তান্তর না করতে বলে।

২১ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা শাখা থেকে দুদককে ফিরতি চিঠি দিয়ে লকারের সামগ্রী স্থানান্তর স্থগিত করার তথ্য জানায়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের লকারে বিধি অনুযায়ী ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত মূল্যবান সামগ্রী তাদের নিজ নামে প্যাকেট অথবা কৌটায় নিজ দায়িত্বে সিলগালাযুক্ত অবস্থায় জমার তারিখ থেকে ২০ বছর পর্যন্ত রাখা হয়।

এরপর ২৩ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক আরেক চিঠিতে জানায়, এস কে সুর তিনটি লকার নম্বরে মূল্যবান সামগ্রী রেখেছেন। এর মধ্যে গত বছর ২৫ সেপ্টেম্বরের এসডি-৪৪/৬১ এবং ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারির এসডি-৪৮/১২ নম্বরের নমিনি করেছেন স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে।

আর ২০১৭ সালের ১২ জুলাইয়ের এসডি-৪৭/৩৫ নম্বরে রাখা সামগ্রীর নমিনি করেছেন মেয়ে নন্দিতা সুর চৌধুরীকে। সামগ্রীগুলোর ধরন চিঠিতে সম্পর্কে বলা হয়, সেগুলো কাপড়ে মোড়ানো গালাযুক্ত কৌটা বা প্যাকেট। তবে ওই তিনটি লকারে কী রেখেছেন এস কে সুর, তা বাংলাদেশ ব্যাংক জানায়নি।

সূত্র জানায়, লকারে রাখা প্যাকেট ও কৌটা সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা শাখা জানলেও, এর ভেতরে সামগ্রীর বিষয়ে জানে না। বাংলাদেশ ব্যাংকের এ চিঠির পর দুদক সেটি খুলে দেখার জন্য অনুমতি চায়। বাংলাদেশ ব্যাংক বলেছে, লকার খুলতে আদালতের অনুমতি লাগবে। পরে ২২ জানুয়ারি দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন স্বাক্ষরিত আবেদন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজের কাছে জমা দেওয়া হয়। পরদিন লকার খোলার অনুমতি দেন আদালত।


Recent news
images
জাতীয়আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
images
জাতীয়আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে
বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৪১ সময়
Related news
images
অর্থনীতি
images
অর্থনীতি
স্বর্ণের ভরি কি ২ লাখ টাকা ছাড়িয়ে যাবে
রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৭:২৬ সময়
images
অর্থনীতি
একনেকে ১২ হাজার ৫৩২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৭:০৪ সময়
images
অর্থনীতি
এটিএম-নির্ভরতা কমিয়ে বাড়ছে সিআরএম মেশিনের গুরুত্ব
শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:৫৭ সময়