মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৭:৫৪ সময়
  1. হোম
  2. জাতীয়
  3. শুরুতেই যে ১৭ জেলায় নামতে পারে হাড় কাঁপানো শীত

জাতীয়

শুরুতেই যে ১৭ জেলায় নামতে পারে হাড় কাঁপানো শীত

Shares1
প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর ২০২৫, বিকাল ৭:০৪ সময় অনলাইন ডেস্ক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের ১৭ জেলার কিছুকিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। রোববার (৯ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি এ তথ্য জানিয়েছে।



পোস্টে জানানো হয়, আজকে রাত থেকে ১৪ বা ১৫ নভেম্বর রাত পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুর ও এর পার্শ্ববর্তী কিছুকিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এ সময়ে দেশের অধিকাংশ স্থানের রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে।তবে দিনের তাপমাত্রা সারা দেশেই ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তাই দিনে তেমন শীত অনুভব হবে না।

পোস্টে আরও জানানো হয়, ঠান্ডা আর গরমের পার্থক্যের কারণে ঠান্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত হতে পারেন অনেকে। এজন্য বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

Recent news
images
রাজনীতি‘ঢাকা লকডাউনে টাকা দিয়েছেন নিক্সন চৌধুরী’
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, রাত ৯:১৮ সময়
images
অর্থনীতিবাংলাদেশ সফরে পাকিস্তানের নৌপ্রধান
রবিবার, ৯ নভেম্বর ২০২৫, বিকাল ৭:৩৯ সময়