রবিবার, ৩ আগস্ট ২০২৫, সকাল ৫:২৯ সময়
  1. হোম
  2. অর্থনীতি
  3. নিত্যপণ্য আমদানিতে পর্যাপ্ত বরাদ্দ আছে: অর্থ উপদেষ্টা

অর্থনীতি

নিত্যপণ্য আমদানিতে পর্যাপ্ত বরাদ্দ আছে: অর্থ উপদেষ্টা

Shares1
প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর ২০২৪, বিকাল ৬:২৭ সময় ইউনিয়ন নিউজ

ছবি : সংগৃহীত

আসন্ন রমজান মাস উপলক্ষে চাল, গম, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ আছে জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না।  বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরে প্রতি কেজি ৩৩ টাকা দরে সাড়ে তিন লাখ মেট্রিক টন ধান, ৪৭ টাকা দরে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৪৬ টাকা দরে এক লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।  অর্থ উপদেষ্টা বলেন, চাল, চিনি, গমসহ রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য আনতে অনুমোদন দিয়েছি, অতি শিগগিরই যেন এগুলো আনা হয়। এগুলোর জন্য পর্যাপ্ত অর্থের বরাদ্দ আছে। আমরা নিশ্চিত করেছি, চাল-গমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য, যেমন রোজার জন্য ডাল ও খেজুরের জন্য বরাদ্দের সমস্যা হবে না। কোনো ব্যাপারেই যেন ভোগ্যপণ্য বা ভোক্তাদের কোনো সমস্যা না হয়। তিনি আরও বলেন, এখন খাদ্যদ্রব্য মনিটরিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলেছি, কোন কোন পণ্যের মজুদ কী অবস্থায় আছে, কী কী আমদানি করতে হবে, সেগুলো বিষয়ে কাজ করতে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে আমদানি বাড়াতে বলে দিয়েছি। তারা দ্রুত পণ্য আনতে পারে। চাল-গম যতটুকু মজুদ আছে, যতটুকু আমদানি দরকার, তার চেয়ে কিছুটা বেশি আমদানি ও সংগ্রহ করতে নির্দেশনা দিয়েছি জানিয়ে তিনি বলেন, প্রয়োজন যদি এক্স হয়, তবে টার্গেট এক্স প্লাস ওয়ান করতে বলেছি।ড. সালেহউদ্দিন বলেন, আমরা ধান ও চাল সংগ্রহের দাম ঠিক করে দিয়েছি। সেটা যেন ভোক্তা ও কৃষকদের জন্য যুক্তিপূর্ণ হয়। আমরা একটা দাম ঠিক করবো আর বাজারে এর থেকে বেশি ব্যবধানে বিক্রি হবে, এমন যেন না হয়, তাহলে বাজারে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নেবে। এছাড়াও আসন্ন রোজায় পণ্যের দাম যাতে না বাড়ে সে কারণে ছোলা, ডাল, চিনি, তেল এবং খেজুর যেন দেশে ঠিক সময় আমদানি হয় সে সিদ্ধান্তও নেয়া হয়েছে বলে জানান তিনি।  ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক পর্যায়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে, প্রতি মেট্রিক টন ৩০১ দশমিক তিন আট মার্কিন ডলারে ৫০ হাজার মেট্রিক টন গম, প্রতি কেজি ১২০ টাকা দরে ৫ হাজার মেট্রিক টন চিনিসহ ১১টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

Recent news
images
জাতীয়আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
images
জাতীয়আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে
বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৪১ সময়
Related news
images
অর্থনীতি
images
অর্থনীতি
স্বর্ণের ভরি কি ২ লাখ টাকা ছাড়িয়ে যাবে
রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৭:২৬ সময়
images
অর্থনীতি
একনেকে ১২ হাজার ৫৩২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৭:০৪ সময়
images
অর্থনীতি
এটিএম-নির্ভরতা কমিয়ে বাড়ছে সিআরএম মেশিনের গুরুত্ব
শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:৫৭ সময়