রবিবার, ৩ আগস্ট ২০২৫, সকাল ৫:২৭ সময়
  1. হোম
  2. জাতীয়
  3. ফের সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া, বিজিবির বাধা

জাতীয়

ফের সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া, বিজিবির বাধা

Shares0
প্রকাশিত: রবিবার, ২ মার্চ ২০২৫, দুপুর ১২:১০ সময় অনলাইন সংস্করণ

ছবি : বিজিবির বাধায় বন্ধ রয়েছে বিএসএফের কাঁটাতারের বেড়া ও খুঁটি নির্মাণ। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে ফের কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধায় নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।

রোববার (২ মার্চ) সকালে দহগ্রাম আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতের আঁধারে সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণ করে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সীমান্তের পিলার ২ নম্বরের ৩ থেকে ৮ নম্বর উপপিলার দহগ্রামে অবৈধভাবে কাঁটাতারের বেড়া ও খুঁটি বসায় বিএসএফ। খবর পেয়ে শনিবার (১ মার্চ) সকালে বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন দহগ্রাম আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান। এ সময় নির্মাণকাজ বন্ধ রেখে বিএসএফ সদস্যরাও কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেয়। এতে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।


এ নিয়ে শনিবার বিকেলে ভারতের অরুণ ক্যাম্পের বিএসএফ ক্যাম্প কমান্ডারের সঙ্গে কলোনিপাড়া শূন্যরেখায় প্রায় আধা ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক করে বিজিবি। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী। ভারতের বিএসএফ বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিংয়ের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল। 

৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।


রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন বলেন, বিএসএফ জানিয়েছে, জেলা প্রশাসনের সহায়তায় নাকি কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে দেশটির স্থানীয় গ্রামবাসী। আমরা বলেছি, এসব মৌখিক কথা মানি না। তাদের কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিএসএফ এ ব্যাপারে সমাধান করবে বলে আমাদের জানিয়েছে।

Recent news
images
জাতীয়আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
images
জাতীয়আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে
বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৪১ সময়
Related news
images
জাতীয়
images
জাতীয়
images
জাতীয়
নিজেকে নির্দোষ দাবি করে প্রচার চালাচ্ছেন টিউলিপ
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, রাত ৮:৩৮ সময়
images
জাতীয়
আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়