রবিবার, ৩ আগস্ট ২০২৫, সকাল ৫:২২ সময়
  1. হোম
  2. জাতীয়
  3. ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে’- চাঁদা দাবি করে বৈষম্যবিরোধী নেতা

জাতীয়

ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে’- চাঁদা দাবি করে বৈষম্যবিরোধী নেতা

Shares2
প্রকাশিত: রবিবার, ২ মার্চ ২০২৫, বিকাল ৭:৪৯ সময় অনলাইন সংস্করণ

ছবি : নাহিদ হাসান খন্দকার। ছবি : সংগৃহীত

‘আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে, ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন, তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো, সংগঠন চালাতে হলে কী কী করতে হয়।’

কথোপথনে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে এই চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠন থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তিনি।

এ-সংক্রান্ত ২ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে নাহিদকে দেখা যায়। ভিডিওতে অপর পাশে থাকা ব্যক্তিকে দেখা যায়নি। তবে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে ভিডিওতে কথা বলতে শোনা যায়।


ভিডিওর কথোপকথনে নাহিদ ওই ব্যক্তিকে বলেন, ‘আপনি তো জানেন একটা সংগঠন চালাতে গেলে কী করতে হয়। আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক বা এদিকে আমাদের কোনো সমস্যা হোক। আপনার যদি মনে হয় সমস্যা হচ্ছে তাহলে ভাইকে আপনি কল করেন। আপনার গলায় পাড়া দিয়ে আমি কিছু করতে পারব না।’


এ সময় অপরপাশে থাকা ব্যক্তি বলেন, ‘তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে, তাহলে সেটা বন্ধ করে দিই।’ নাহিদ বলেন, ‘না আপনি কেন কাজ বন্ধ করবেন। আপনি চালান, আপনি তো ভাই-ব্রাদার আমাদের। আপনি ভাইয়ের সঙ্গে রাতে কথা বলেন সময় নেন, সমস্যা নাই।’


ওই ব্যক্তি বলেন, ‘১ লাখ টাকা দিতে পারব না, ৫ হাজার টাকা দিই। এক লাখ টাকা কই থেকে দেব, একটা তো সিস্টেম আছে।’ 

নাহিদ বলেন, ‘না না। আমি তাহলে আগাই। আপনি ভাইয়ের সঙ্গে কথা বলেন। আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে, ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন, তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কী কী করতে হয়।’

তবে এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন নাহিদ হাসান খন্দকার। তিনি বলেন, আমি সেখানে গেলে তারা বিভিন্নভাবে আমাকে টাকার অফার করেছিল। আমরা যেন তাদের ব্যবসায় হাত দিতে না পারি, সে জন্য আমাদের ফাঁসাতে তারা এই কাজটি করেছে।

এদিকে এ ঘটনায় নাহিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মহানগর কমিটির মুখ্য সংগঠক আলী মিলন স্বাক্ষরিত ওই নোটিশে তিনদিনের মধ্যে তার কাছে জবাব চাওয়া হয়েছে।

গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, আমার পার্কে পুকুর তৈরিতে খনন কার্যক্রম চলছিল। অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে বলে নাহিদ আমার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার আবু সাইম গণমাধ্যমকে বলেন, কানাডাপ্রবাসী একজন লোক তার কাছে ইকোপার্ক নির্মাণে চাঁদাদাবির অভিযোগ নিয়ে এসেছিলেন। তাকে অভিযোগ করতে বললে তিনি করেননি। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

Recent news
images
জাতীয়আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
images
জাতীয়আনিসুল-দীপু মনি-ইনু-মেননসহ ৭ জন রিমান্ডে
বুধবার, ১৯ মার্চ ২০২৫, দুপুর ১:৪১ সময়
Related news
images
জাতীয়
images
জাতীয়
images
জাতীয়
নিজেকে নির্দোষ দাবি করে প্রচার চালাচ্ছেন টিউলিপ
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, রাত ৮:৩৮ সময়
images
জাতীয়
আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, দুপুর ১২:৫৪ সময়